বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, কালকিনি, মাদারীপুর– এর এক নজরে বিআরডিবি’র কার্যক্রম নিম্নরুপঃ
*উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ( ইউসিসিএ) কার্যক্রমঃসর্বনিম্ন ২০ জন সদস্য নিয়ে সমিতি গঠন করা এবং সমিতির সদস্যদের শেয়ার,সঞ্চয় জমা নেওয়ার মাধ্যমে পুঁজি গঠনে সহায়তা করা।এবং বিভিন্ন বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান। তাছাড়া মৌসুমি ভিত্তিক ফসলী ঋণ সহায়তা দেওয়া।
* সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচী (সদাবিক) কার্যক্রমঃ গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে উৎপাদনমুখী কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য সংগঠনের মাধ্যমে প্রয়োজনীয় ঋণ প্রবাহ নিরবিচ্ছিন্ন রাখা। এবং সাপ্তাহিক সঞ্চয় জমার মাধ্যমে নিজস্ব তহবিল সৃষ্টি করা।
*পল্লী প্রগতি প্রকল্প (পঃপ্রঃপ্রঃ) কার্যক্রমঃ নির্দিষ্ট ইউনিয়নে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে দল গঠন করে সঞ্চয় জমার মাধ্যমে তহবিল সৃষ্টি করা এবং আয়বর্ধকমূলক প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিতকরণ।
* বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের প্রশিক্ষণ ও আত্নকর্মসংস্থান কর্মসূচীঃ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান।
*দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) কার্যক্রমঃ দরিদ্র ও অসহায় মহিলাদের দারিদ্র্য হ্রাস এবং তাদের আর্থ-সামজিক উন্নয়ন মূলধন গঠন,প্রশিক্ষণ প্রদান এবং উপকরণ সরবরাহ,হস্তশিল্প,কুঠির শিল্প, সম্প্রসারণে ঋণ প্রদান ছাড়াও ট্রেড ভিত্তিক ঋণ দান।
*উৎপাদনমূখী কর্মসংস্থান কর্মসুচী (পিইপি) কার্যক্রমঃ প্রশিক্ষণ প্রদান ও আয়বর্ধক কর্মান্ডে ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদান।
* অপ্রধান শস্য: আয়বর্ধক কর্মান্ডে ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস